Tripura : ভালো খেলার প্রত্যাশায় ত্রিপুরার মহিলা ফুটবলাররা এখন আসামে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে রওয়ানা হলো ত্রিপুরা দল। আসমের সোনাপুরের উদ্দেশ্যে। বাসন্তি রিয়াং এর নেতৃত্বে। মঙ্গলবার দুপুরে সড়কপথে রওয়ানা হলো ত্রিপুরা দলের মহিলা ফুটবলাররা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌এফ’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রযেছে চন্ডিগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাবেলী। ১৮ জুন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জুন চন্ডিগড়, ২২ জুন দাদরা এবং নগর হাবেলী, এবং ২৪ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। এদিন দুপুরে রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি ফুটবলারকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো খেলা উপহার দিতে প্রতিটি ফুটবলারই বদ্ধপরিকর। তবে মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণে ত্রিপুরা আসরে কতটা ভালো ফলাফল করতে পারবে তা নিয়েও কিছুটা সন্দেহ রয়েছে।  রাজ্যদলের কোচ শুভেনজিৎ সিনহা ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী। বুধবার ত্রিপুরা দলের ফুটবলাররা রিপোর্ট করবে সোনাপুরে। ফলে মহারাষ্ট্র ম্যাচের আগে দুদিন অনুশীলন করার সুযোগ পাবে গোটা দল। ত্রিপুরা দল:‌ টেরেসা ডার্লং, সুয়ারি দেববর্মা, শিব্তি দেববর্মা, জিবীকা দেববর্মা,বুধুলক্ষ্মী দেববর্মা, বাসন্তি রিয়াং (‌অধিনায়িকা), কবিতা দেববর্মা (‌সহ অধিনায়িকা), রেজিনা ডার্লং, লালনুনগাইয়ালি ডার্লং, শায়ারি ত্রিপুরা, শর্মিলা মুন্ডা, মানিনা জমাতিয়া, ইলি হালাম, আলিশা দেববর্মা, মৌসুমী মুন্ডা, স্নেহা দেবনাথ, কল্পনা নায়েক, ত্রিশা দাস, লক্ষ্মী দেবনাথ, অনিতা কুমারী জমাতিয়া, রেশ্মি কলই, শুয়ারি দেববর্মা। কোচ:‌ শুভেনজিৎ সিনহা, সুশান্ত দেববর্মা। ম্যানেজার:‌ দ্রুপতি দেববর্মা।   ‌‌‌  ‌