পুণে, ১৪ জুন (হি.স.): ভারত শাশ্বত, কারণ ভারত সাধুদের ভূমি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমরা গর্বিত যে আমরা, আমাদের সভ্যতা সবচেয়ে প্রাচীন। কৃতিত্ব ভারতের ‘সন্ত পরম্পরা’ এবং ভারতের সাধু ও ঋষিদের।
মঙ্গলবার দুপুরেই পুণে-তে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার ও মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ-সহ অন্যান্যরা। সেখান থেকে পুণের কাছে দেহুতে যান প্রধানমন্ত্রী, জগৎগুরু শ্রীসন্ত তুকারাম মহারাজ মন্দিরে পূজার্চনা করেন এবং একটি শিলা মন্দির উদ্বোধন করেছেন। পরে একটি জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বলেছেন, “আমাদের শাস্ত্রে বলা আছে মানব জন্মে সবথেকে দুর্লভ সাধকদের সৎসঙ্গ। সাধকদের কৃপা অনুভব করলে স্বয়ংক্রিয়ভাবে ভগবানের উপলব্ধি হয়। আজ দেহুর এই পবিত্র ভূমিতে এসে আমিও তাই অনুভব করছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “দেহুর এই শিলা মন্দির শুধুমাত্র ভক্তির শক্তি কেন্দ্র নয়, ভারতের সাংস্কৃতিক ভবিষ্যতের পথও প্রশস্ত করে। এই পবিত্র স্থানটি পুনর্নির্মাণের জন্য আমি মন্দির ট্রাস্ট এবং সমস্ত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
মোদী বলেছেন, “ভারত শাশ্বত, কারণ ভারত সাধুদের ভূমি। প্রতিটি যুগে আমাদের দেশ ও সমাজকে দিকনির্দেশনা দিতে কোনও না কোনও মহান আত্মা অবতীর্ণ হয়েছেন। আজ সারাদেশে পালিত হচ্ছে সন্ত কবিরদাসের জন্মজয়ন্তী। সন্ত তুকারাম জির দয়া, মমতা ও সেবার সেই উপলব্ধি এখনও আমাদের সঙ্গে আছে। এইগুলিই আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বর্তমানে দেশ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্রে এগিয়ে চলেছে। বিনা বৈষম্য ছাড়াই সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন সবাই।” প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “দেশ এখন আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছে। আমরা গর্বিত যে আমরা, আমাদের সভ্যতা সবচেয়ে প্রাচীন। কৃতিত্ব ভারতের ‘সন্ত পরম্পরা’ এবং ভারতের সাধু ও ঋষিদের। ভারত শাশ্বত, কারণ ভারত সাধুদের ভূমি।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণে-র কাছে দেহুতে এদিন জগৎগুরু শ্রীসন্ত তুকারাম মহারাজ শিলা মন্দিরের উদ্বোধন করেছেন। রাজস্থানের এক বিশেষ ধরনের কালো পাথর দিয়ে মন্দিরটি তৈরি। সেই পাথরের সামনে প্রায় আড়াই ফুট উঁচু সাধু তুকারাম মহারাজের একটি মূর্তি রয়েছে।