গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : অসম ও মেঘালয় সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে আগামী ১৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা আইএমডি)। আবহাওয়া সম্পর্কিত এই পূর্বাভাস দিয়ে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় অসম ও মেঘালয়কে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, অসম এবং মেঘালয়ের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। ১০০ মিমি, ২৫০ মিমি, এমন-কি কোথাও কোথাও ৩০০ মিমি-র বেশি বৃষ্টিপাত হচ্ছে।
অসম এবং মেঘালয়ের জন্য মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি অরুণাচল প্রদেশের জন্য আগামী ১৭ জুন পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট।
গুয়াহাটিতে অবস্থিত ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্টের সিনিয়র বিজ্ঞানী সঞ্জয় ও’নিল শ আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে বলেন, ১৩ থেকে ১৭ জুনের মধ্যে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ওই সময়কালে তা উত্তরপূর্ব ভারতে শক্তিশালী অবস্থান নিয়ে দক্ষিণ / দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে৷ এর প্রভাবে বিস্তৃতভাবে অসম ও মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে ঝড়-ঝঞ্ঝা, বজ্রপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
সিনিয়র বিজ্ঞানী সঞ্জয় ও’নিল শ আরও জানান, গত ২৪ ঘণ্টার হিসাবে দেখা গেছে, ধুবড়িতে ১৪০ মিমি, দুধনৈ কেভিকে (এডব্লিউএস) ১২০ মিমি, শেলায় ৩৪০ মিমি, সোহরায় (আরকেএম) ৩৩০ মিমি, মাওকিরওয়াতে (এআরজি) ৩৩০, উইলিয়ামনগরে ২২০ মিমি, জোয়াই (এডব্লিউএস) ১৫০ মিমি, খ্লিহরিয়েটে ১৩০ মিমি এবং টিকরিকিল্লায় ১০০ মিমি বৃষ্টিপাত হয়েছে।