Cricket : লংতরাই ভ্যালিতে ক্রিকেট : ভিজেডি-তে জিতে কল্পতরুর সুপার ফোর নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে কল্পতরু ট্রাস্ট। হারিয়েছে আইতরমা ক্লাবকে। যদিও আইতরমা ক্লাব ইতিমধ্যে সুপার আটের খেলায় পরপর দুই ম্যাচ জিতে সুপার ফোর-এর লক্ষ্যে টিকিট নিশ্চিত করে নিয়েছে। আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ খেলায় কল্পতরু ট্রাস্ট ৩১ রানের ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। এর সৌজন্যে সুপার ফোর-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কল্পতরু ট্রাস্ট ভিজেডি মেথডে এই জয় পেয়েছে। খেলা ছিল দামছড়ায় হুঁকো তুইসা গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। বৃষ্টি জনিত কারণে ওভার সংখ্যা এমনিতেই কমিয়ে ৩২ করা হয়েছিল। টস জিতে আইতরমা ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। কল্পতরু ট্রাস্ট প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩১.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে লঙ্কারাজ চাকমা সর্বাধিক ২৭ রান পায়। এছাড়া, ত্রিরত্ন চাকমার ২৪ রান কিছুটা উল্লেখ করার মতো। আইতরমা ক্লাবের সুরজিৎ ত্রিপুরা তিনটি এবং মনিলাল ত্রিপুরা ও চান বিকাশ ত্রিপুরা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আইতরমা ক্লাব ২৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মনিলাল ত্রিপুরা সর্বাধিক ৪৩ রান পায়। কল্পতরু ট্রাস্টের সৌরভ চাকমা ২২ রানে ৪টি এবং সহেল দেববর্মা ১০ রানে তিনটি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিং-এর স্বীকৃতি স্বরূপ সৌরভ পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। আগামীকাল খেলা রয়েছে ঐকতান ক্লাব বনাম বুলেট ক্লাবের মধ্যে।