ইডি-র বিরুদ্ধে তোপ চিদম্বরমের, বললেন এই কেন্দ্রীয় সংস্থা আইন মানছে না

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ইডি-র বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। বললেন, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইন মানছে না। মঙ্গলবার পি চিদম্বরম বলেছেন, “আমরা আইনের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ইডি যদি আইন মেনে চলে, তাতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু ইডি আইন মানছে না… আমরা জানতে চাইছি তফসিলভুক্ত অপরাধ কী? কোন উত্তর নেই। কোন পুলিশ এজেন্সি এফআইআর দায়ের করেছে? উত্তর নেই; এফআইআর-এর কপি নেই।”

পি চিদম্বরম আরও বলেছেন, “স্পষ্টতই, তাঁরা আইন মানছে না এবং গণতন্ত্রে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে।” ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিদম্বরম বলেছেন, “এমন কোনও বিজেপি নেতা কী আছে যার বিরুদ্ধে ইডি বিগত ৪-৫ বছরে মামলা করেছে? এমন কোনও বিজেপি-শাসিত রাজ্য আছে যেখানে ইডি মামলা করেছে?” এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে রাহুল গান্ধীর হাজিরার প্রেক্ষিতে মঙ্গলবারও বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। রণদীপ সুরজেওয়ালা-সহ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। সোমবারের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের বাইরে। জারি হয়েছে ১৪৪ ধারা। তবে শুধু কংগ্রেসের সদর দফতরই নয়, ২ কিলোমিটার দূরে ইডি অফিসও কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *