Abhishek Banerjee : ত্রিপুরায় বিজেপির জাহাজ ডুবতে চলেছে, নাবিক পাল্টালেও ফায়দা হবে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগরতলা, ১৪ জুন (হি. স.) : ত্রিপুরায় বিজেপির জাহাজ ডুবতে চলেছে। নাবিক পাল্টালেও ফায়দা হবে না। ভুল জাহাজে ত্রিপুরা সফর করছে, নতুন মুখ এসে বিশেষ পার্থক্য গড়তে পারবেন না। তরী ডুববেই। আগামী ২৩ জুন তার খুঁটি পুজো হবে। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করবে। উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় এসে শাসক দল বিজেপিকে এভাবেই চাঁচাছোলা ভাষায় নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ত্রিপুরায় প্রথম দিন এসেই বলেছিলাম সময় ফুরিয়ে এসেছে, নেতা পরিবর্তন হচ্ছেন। গত মাসেই তার প্রমাণ ত্রিপুরাবাসী পেয়ে গেছেন।

এদিন তিনি বলেন, এখন ত্রিপুরার দায়িত্ব ডা: মানিক সাহাকে দেওয়া হয়েছে। কিন্ত, ডুবন্ত জাহাজ রক্ষা করা এত সহজ হবে বলে মনে হচ্ছে না। তিনি বিদ্রুপের সুরে বলেন, জাহাজ ডুবে যাওয়ার সময় নাবিক পরিবর্তন করে ফায়দা মিলে না। তিনি আজ ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তির্যক ভাষায় নিশানা করে বলেন, উপনির্বাচনে দুইটি আসনে বিজেপি চিকিত্সক প্রার্থী দিয়েছেন। অথচ, ত্রিপুরার মানুষ উন্নত চিকিত্সার জন্য এখন পশ্চিমবঙ্গের মুখাপেক্ষি হয়ে থাকেন। তাঁর দাবি, কঠিন রোগের চিকিত্সায় মানুষ কলকাতায় ছুটে যাচ্ছেন। ত্রিপুরার হাসপাতালগুলি চিকিত্সক শূন্যতায় ভুগছে। কারণ, গত চার বছরে নতুন চিকিত্সক নিয়োগ করেনি ত্রিপুরা সরকার। তাঁর কটাক্ষ, স্বাস্থ্য ব্যবস্থায় বেহাল দশায় পরিণত হওয়ার জন্য নতুন এবং পুরনো মানিকের কাছে জবাব আছে বলে মনে করিনা। তিনি আবারও বিদ্রুপের সুরে বলেন, বিজেপি এক মানিককে গদিচ্যুত করে পুণরায় আরেক মানিককে এনে বসিয়েছে।

এদিন অভিষেক দাবি করেন, পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার পৌছে গেছে। কিন্ত, ত্রিপুরায় শুধু দুয়ারে গুন্ডা পৌছাচ্ছে। চিকিত্সক, আইনজীবি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই সরকার শুধুই সন্ত্রাস দিতে পারবে, তাই মূল্যবান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উন্নয়নের পরখ করে দেখেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার মডেল ত্রিপুরায় প্রত্যেকের ঘরে পৌছাবে। তাঁর সাফ কথা, এখন লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে নয়, সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। তাই, নিজের ভোট নিজেই দেবেন। নির্ভয়ে ভোট দিতে যাবেন। তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু দিয়ে ত্রিপুরাবাসীর জন্য লড়াই করে যাবে, আশ্বাস দেন তিনি।এদিন তিনি কংগ্রেসকেও একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, পুর নির্বাচনে ২ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ত্রিপুরায় বিজেপির বিকল্প হওয়ার স্বপ্ন দেখছে। তাঁর দাবি, ত্রিপুরায় শুধু নয় সারা দেশ থেকে কংগ্রেস মুছে যাচ্ছে। তাই, সিপিএম এবং কংগ্রেসকে বহু সুযোগ দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়ে দেখবেন। তিনি সুর চড়িয়ে বলেন, বিজেপি ভাইরাসের জন্য তৃণমূল কংগ্রেস হচ্ছে ভ্যাক্সিন।

এদিন জি বি বাজারে সভায় অংশ নেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। ওই মিছিলে পশ্চিমবঙ্গ থেকে আসা আরো তৃণমূল নেতৃত্বও হেঁটেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *