আফগানিস্তানে ৫.১ তীব্রতার ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীরও

শ্রীনগর, ১৪ জুন (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আফগানিস্তানে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা রেশ পৌঁছে গিয়েছে জম্মু-কাশ্মীরেও। মঙ্গলবার দুপুরে ৫.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে, কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে।

যদিও, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১.০৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে, কম্পন টের পাওয়া যায় জম্মু-কাশ্মীরেও।
ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৬.৪২ অক্ষাংশ ও ৭১.২৩ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১৮০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *