ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। সাফল্যের সঙ্গে ৪টি আসর শেষ করার পর এবার স্কুল ক্রিকেটের আয়োজন করতে চলেছে মহকুমা ক্রিকেট সংস্থা। অনূর্ধ্ব-১৭ ওই আসর শুরু হওয়ার কথা ১৬ জুন থেকে। এনিয়ে চলছে বিভিন্ন স্কুল এবং ক্রিকেটারদের রেজিস্ট্রেশন। ২০০৪ সালের ১ সেপ্টেম্বরের পর জন্ম মহকুমার ক্রিকেটাররা অংশ নিতে পারবে ওই আসরে। স্কুল আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিচ্ছে মহকুমা সংস্থা। তবে দুশ্চিন্তা ক্রমাগত বৃষ্টিকে নিয়েই। এদিকে
গুটি গুটি পায়ে মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত ক্রিকেট মরশুমের চারটি টুর্নামেন্ট এখন পর্যন্ত শেষ হয়েছে। অনূর্ধ্ব-১৪ আসরের ১৮ টি, অনূর্ধ্ব-১৫ আসরের ১৮ টি, টি-টোয়েন্টি আসরের ৭ টি, সিনিয়র লীগ এর ৩৫ টি ম্যাচ মিলিয়ে সর্বমোট ৭৮ টি ম্যাচ ম্যাচ আজ পর্যন্ত সম্পন্ন হয়েছে সুষ্ঠভাবে। মরশুমে আরও দু’টি টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ বালকদের আন্ত: স্কুল এবং সিনিয়র মহিলাদের আসর। সুষ্ঠভাবে চারটি টুর্নামেন্ট সমাপ্তি হওয়ার জন্য মহকুমা ক্রিকেট সংস্থা এর সঙ্গে যুক্ত সকলস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানায়। মূল কমিটির সকল সদস্যের পাশাপাশি টুর্নামেন্ট কমিটির সদস্য, বিভিন্ন টুর্নামেন্টের কনভেনরগণ, সকল আম্পায়ার ও স্কোরার, কোচ, পিচ কিউরেটর, মাঠকর্মীগণ, সকল ক্রিকেটার, ক্লাব কর্তা, দর্শক, মিডিয়াবন্ধুগণ ও সকল শুভানুধ্যায়ীদের মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা ধন্যবাদ জানিয়েছেন। আগামী টুর্নামেন্টেও এমনভাবে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কর্তারা।
2022-06-13

