মুম্বই, ১৩ জুন (হি. স.) : ধস অব্যাহত রয়েছে শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে ধস নামল সেনসেক্স ও নিফটিতে। ক্রমাগত শেয়ার বাজারে ধসের জেরে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের।
সপ্তাহের প্রথম দিনেই সেনসেক্সের পতন ঘটল অনেকটা। এদিন বাজার খোলার সময় সেনসেক্স সূচকটি ছিল ৫২,৮৮৭ পয়েন্টে। পাশাপাশি জোর পতন ঘটে নিফটিরও। ৫২,৮৮৭-তে দৌড় শুরু করলেও একটু পরেই পতন ঘটে সূচকটির। এদিন ১০টা বেজে ১৫ মিনিটে সূচকটি ৫২,৮০০ পয়েন্টের নীচে চলে যায়। শুধু যে ভারতের বা এশিয়ান বাজারে এই নিম্নমুখী প্রবণতা রয়েছে। এমনটা মোটেই নয়। শুক্রবার ধাক্কা খেয়েছে সমগ্র বিশ্ব বাজারই। বড়সড় পতন ধরা পড়েছে মার্কিন বাজারে। একই অবস্থা ইউরোপীয়ান বাজারেরও।

