নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : দেশব্যাপী অ্যান্টি-করোনাভাইরা টিকাকরণ অভিযানের আওতায় সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৯৫ কোটি ১৯ লাখের বেশি ডোজ অ্যান্টি-করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১.৭৭ লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এ পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ১৯৩.৫৩ কোটি ডোজ অ্যান্টি-করোনা ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১৩.৮১ কোটি ভ্যাকসিন ডোজ এখনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মজুত রয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জন।