ক্রীড়া প্রতিনিধি, আগরতলা১৩ জুন।। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো বিবেকানন্দ ক্লাব। পরাজিত করলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। দেবোত্তম ঘোষের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে।রাঙ্গামাটি স্কুল মাঠে সোমবার বিবেকানন্দ ক্লাব ৭ উইকেটে পরাজিত করে দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। প্রথমে ব্যাট পেয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির ১০৮ রানের জবাবে বিবেকানন্দ ক্লাব ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের দেবোত্তোম প্রথমে বল হাতে ৪ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৪৩ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে বিবেকানন্দ ক্লাবের অধিনায়ক গোপাল দাশগুপ্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বিবেকানন্দ-র বোলাদের সাড়াশি আক্রমণে ২২ গজে তেমনভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি দেবার্পিত ক্রিকেট আকাদেমির শিক্ষানবীশ ক্রিকেটাররা। দল ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২১ রান পায় শ্রীমান অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে চিরঞ্জীৎ দাস ৬৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১, রাহুল সরকার ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬,পার্থ মজুমদার ২১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২, দলনায়ক রাহুল দাস ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং সুবিমল নাথ ৩৫ বল খেলে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেননি। বিবেকানন্দ ক্লাবের পক্ষে দেবোত্তম ঘোষ (৪/১৭) এবং সুব্রত মালাকার (৩/২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ ক্লাব ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দেবোত্তম ঘোষ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং রতন জমাতিয়া ২৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান। ৫০ রানে ৩ উইকেট পরে যাওয়ার পর দেবোত্তম এবং রতন ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেন। এছাড়া দলের পক্ষে ইমন হুসেন ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দলনায়ক গোপাল দাশগুপ্ত ৩৮ বল খেলে ১৫ রান করেন। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে রাহুল দাস (২/৩৭) সফল বোলার। এদিকে হারলেও ছিটকে যায়নি দেবার্পিত ক্রিকেট আকাদেমি। বুধবার এলিমেনেটরে খেলবে আর সি সি এবং মালবাসা প্লে সেন্টার। ওই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে ১৭ জুন খেলবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৯ জুন।
2022-06-13