বেঙ্গালুরু, ১৩ জুন ( হি. স.) : মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে তথা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করল পুলিশ। কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত। তাঁর সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার বেঙ্গালুরু সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) ভীমশঙ্কর এস গুলেদ জানিয়েছেন।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে শহরের এমজি রোডের একটি হোটেলের একটি পার্টিতে অভিযান চালায়। নিষিদ্ধ ওষুধ খাওয়ার সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং সিদ্ধান্তের নমুনা ছয়জনের মধ্যে ছিল যারা পজিটিভ হয়েছে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলেও রিপোর্ট পজিটিভ আসে। তদন্তের কারণে তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।