Beldanga: আজও থমথমে রেজিনগর ও বেলডাঙা

কলকাতা,১২ মে (হি. স.): হাওড়ার পর মুর্শিদাবাদের বেলডাঙায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে । একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একাধিক জায়গায় বিক্ষোভ-অবরোধ শুরু হয় । গতকালের পর রবিবারও থমথমে রেজিনগর ও বেলডাঙা ।

পয়গম্বর বিতর্কে মুর্শিদাবাদে যাতে গুজব ছড়িয়ে কোনওভাবে পরিস্থিতি খারাপ না হয় তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট বন্ধের ব্যবস্থা করা হয়েছে । পয়গম্বর বিতর্কে গতকালের অশান্তির পর রবিবারও থমথমে মুর্শিদাবাদে রেজিনগর ও বেলডাঙা । দুটি এলাকাতেই পুলিশ মোতায়েন হয়েছে , চলছে পুলিশি টহল । বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ।