Ranchi : রাঁচিতে ইন্টারনেট পরিষেবা চালু হল ৩৬ ঘণ্টা পর

রাঁচি, ১২ জুন ( হি. স.) : প্রায় ৩৬ ঘন্টা পর রবিবার সকাল থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ফের ইন্টারনেট পরিষেবা চালু হল। প্রসঙ্গত, শুক্রবার এখানে একরা মসজিদের কাছে নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করেছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এরপর সন্ধ্যায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হিংসার ঘটনার পর এলাকায় জারি করা ১৪৪ ধারা, বর্তমানে বলবৎ রয়েছে।