নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : রবিবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় বলেছেন- “কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি ভারতীয় কৃষি খাতকে রূপান্তরিত করতে এবং কৃষকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঈশ্বর তাকে দীর্ঘায়ু দান করুন।”

