Ashish Saha : ৮ বড়দোয়ালী কেন্দ্রে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী আশিস সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকা ৭টি বুথ এলাকার দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেস দলের প্রার্থী আশীষ কুমার সাহা রবিবার  পদযাত্রা সংগঠিত করেন৷ পদযাত্রা থেকে কংগ্রেস প্রার্থী আশীষ সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়৷
৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আসিস সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রবিবার পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদযাত্রা আখাউড়া রোডের ত্রিবেণী সংঘ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রামনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন দলীয় প্রার্থী হাঁসের সাহাসহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃবৃন্দ৷ শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী আশিক সাহা বলেন এবারের নির্বাচন হলো গণতন্ত্র রক্ষার লড়াই৷ এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হবে৷ তিনি বলেন কেন এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ ব্যাপারে গণদেবতা পুরোপুরিভাবে ওয়াকিবহাল রয়েছেন৷ বিগত নির্বাচনে এলাকার জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন৷ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি৷ সেজন্য বিজেপি দল ছেড়ে তিনি পুনরায় কংগ্রেস দলে শামিল হয়ে এবারের উপ নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হয়ে এলাকার গণদেবতা দের কাছে তিনি পুনরায় ভোট প্রার্থনা করছেন৷ গণদেবতা বিগত নির্বাচনের চেয়েও এবারের উপনির্বাচনে অধিক সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করে শাসক দল বিজেপি কে যোগ্য জবাব দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ প্রচারে শামিল হয়ে তিনি বর্তমান সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷ আশিষ বাবু বলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দায়িত্ব গ্রহণ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারের উপনির্বাচনে কোন ধরনের বাইক বাহিনীর তান্ডব  বরদাশ করা হবে না৷ ইতিমধ্যেই বাইক বাহিনীর তান্ডব পরিলক্ষিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ মুখ্যমন্ত্রীকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার অনুরোধ জানিয়েছেন আশীর্বাদ৷ তিনি আরো বলেন সন্ত্রাস বন্ধ করা না হলে এসব বিষয় নিয়ে তারা নির্বাচন আধিকারিক এর সঙ্গে সাক্ষাৎ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন৷ ভোট করবো অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত না হলে রাজ্যের সর্বস্তরের জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন৷ উপ নির্বাচনকে কেন্দ্র করে রামনগর এলাকায় আশীষ কুমার সাহার সমর্থনে শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে৷জনগণকে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *