Congress : ত্রিপুরা : ১৩ জুন ইডি কার্যালয়ে বিক্ষোভ দেখাবে কংগ্রেস

আগরতলা, ১১ জুন (হি. স.) : দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে ১৩ জুন ত্রিপুরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাবে প্রদেশ কংগ্রেস। দিল্লিতে ওইদিন রাহুল গান্ধী ইডি কার্যালয়ে হাজিরা দেবেন। তারই প্রতিবাদে সারা দেশের সাথে ত্রিপুরায় ওই কর্মসূচীতে সামিল হবে প্রদেশ কংগ্রেসও, আজ সাংবাদিক সম্মেলনে জানালেন দলের রাজ্য সভাপতি বীরজিত সিনহা।

এদিন তিনি বলেন, সরকারী বিভিন্ন সংস্থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অপব্যবহারের প্রতিবাদে দেশব্যাপী কংগ্রেস ইডি কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, অর্থ তছরুপের মামলায় ১৩ জুন রাহুল গান্ধীকে হাজিরা দেওয়ার জন্য ইডি সমন করেছে। কংগ্রেসের অভিযোগ, বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-কে ব্যবহার রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন।বীরজিত বাবু কংগ্রেস কর্মী-সমর্থকদের ১৩ জুন সকাল ১০টায় বড়জলা স্কুল মাঠে জড়ো হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সেখান থেকে মিছিল শুরু হয়ে ইডি কার্যালয়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *