Sports : ভাইটাল ম্যাচে একাডেমির কাছে আরসিসি-র হার, বিবেকানন্দ-ই শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।। ভাইটাল ম্যাচে আরসিসি হেরেছে। দেবার্প্রিত ক্রিকেট একাডেমি দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের পেছনে বিশেষ ক্রেডিট বোলার সুকান্ত সাহা ও রামদুলাল সাহার। বোলারদের দাপটে আরসিসি-র বিজয় রথ থামাতে পেরেছে ক্রিকেট একাডেমি। লীগ শীর্ষে উন্নীত হওয়ার জন্য আরসিসি-র পক্ষে আজকের ম্যাচে জয় আবশ্যকতা ছিল। কিন্তু একমাত্র রীতম ছাড়া অন্যরা এভাবে ব্যাটিং ব্যর্থতার শিকার হবে, ভাবতেই পারে নি। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। ৫০ ওভারের ডে ম্যাচ। আয়োজক অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন।সিনিয়র ক্লাব লীগ টুর্নামেন্টের ১৪তম ম্যাচে আজ দেবার্প্রিত ক্রিকেট একাডেমি এবং আরসিসি পরস্পরের মুখোমুখি হয়েছিল। টস জিতে আরসিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্স-রা ব্যাটিং ব্যর্থতার শিকার হয়। মিডল অর্ডারে রীতম দাস ছাড়া অন্যরা কেউ উইকেটে দাঁড়াতেই পারে নি। ৩৯ ওভার খেলে আরসিসি ১২৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রীতম ৮৪ বল খেলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি সহযোগে ৫৭ রানে অপরাজিত থাকে। ওপেনার রাহুল দাসের ১১ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে ৩৩ রান না পেলে আরসিসি-র স্কোর শতরানও হতো না। ক্রিকেট একাডেমির বোলার সুকান্ত সাহা একাই পাঁচটি উইকেট পেয়েছে ২১ রানের বিনিময়ে। এছাড়া, রামদুলাল সাহা পেয়েছে দুটি উইকেট। প্রদীরাম রিয়াং ও রাহুল দাস পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দেবার্প্রিত ক্রিকেট একাডেমি অনেকটা বুঝেশুনে খেলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। আরসিসি-র বোলাররা বিশেষ করে পাপাই, মনোজ একসময় ক্রিকেট একাডেমি শিবিরে থাবা বসালেও লো স্কোরিং টার্গেট হওয়ায় ক্রিকেট একাডেমিকে তেমন বেগ পেতে হয়নি। ১৯.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়েই ক্রিকেট একাডেমি জয়ের লক্ষ্যে পৌঁছায়। দলের পক্ষে রাহুল সরকার সর্বাধিক ৩৬ রান পায়। এছাড়া অধিনায়ক রাহুল দাসের ২৫ রান, সুকান্ত সাহার ১৯ এবং চিরঞ্জিত দাসের অপরাজিত ১৪ রান উল্লেখ করার মতো। আরসিসি-র বোলার পাপাই দাস ৩৯ রানে তিনটি, মনোজ দাস গুপ্ত ৫২ রানে ২টি উইকেট পেয়েছে। রীতেশ দাস পেয়েছে ১টি উইকেট। বলাবাহুল্য, আরসিসি আজ হেরে যাওয়ায় কার্যত বিবেকানন্দ ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। যদিও লীগ আসরে বয়া-খা-বাখসা ও মালবাসা প্লে সেন্টারের ম্যাচটি এখনও বাকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *