সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে পাকিস্তান

ইসলামাবাদ, ১১ জুন (হি.স.) : আর্থিক ঘাটতি কমাতে ধনীদের ওপর কর বাড়ানো এবং সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা বন্ধ করতে চলেছে পাকিস্তান সরকার। স্থানীয় সময় শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। মূলত, সরকারের খরচ কমানো, বাজেটে ঘাটতি নিয়ন্ত্রণের চাপ মোকাবিলা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তার শর্তপূরণে পাকিস্তান সরকার এ পদক্ষেপ নিচ্ছে।

২২ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তান কয়েক বছর ধরেই গুরুতর অর্থনৈতিক সংকটে ভুগছে। পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমে গেছে। এই অর্থ দিয়ে বড়জোর ৪৫ দিনের আমদানি ব্যয় মেটানো সম্ভব। তাদের আর্থিক ঘাটতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।

শুক্রবার পাকিস্তানে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এসময় তিনি জানিয়েছেন, সরকার ধনীদের ওপর বাড়তি কর আরোপের পাশাপাশি বিলাসবহুল গাড়ি আমদানি ও সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা নিষিদ্ধ করবে। পাকিস্তানি অর্থমন্ত্রী আরও বলেন, আমরা কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেছি…এটিই শেষ নয়।

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণের শর্ত বেঁধে দিয়েছে আইএমএফ। ঋণের জন্য পাকিস্তানকে দেওয়া আইএমফের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল জ্বালানি ভর্তুকি বাতিল করা। পাকিস্তান সরকার এরই মধ্যে সেই দাবি পূরণ করেছে, যার কারণে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে।

ইসমাইল জানিয়েছেন, সরকার কর ফাঁকি ঠেকাতে ব্যবস্থা নেবে, যা নতুন অর্থবছরে রাজস্ব পাকিস্তানি রুপিতে ৩ হাজার ৬৪৫ কোটি ডলার পৌঁছাতে সাহায্য করবে এবং আর্থিক ঘাটতি কমিয়ে আনবে। পাকিস্তান ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৯ শতাংশে রাখার চেষ্টা করবে, যা চলতি বছরের ৮ দশমিক ৬ শতাংশ থেকে অনেক কম।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৯ লাখ ৫০ হাজার কোটি রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। ইসমাইল জানিয়েছেন, নতুন অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১১ দশমিক ৫ শতাংশে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *