Road Accident: বিহারের পূর্ণিয়ার দুর্ঘটনায় মৃত নয়, চার লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : বিহারের পূর্ণিয়া জেলার আনগড় থানা এলাকায় একটি স্করপিও পুকুরে পড়ে মৃত হল নয়জনের।এই দুর্ঘটনায় রাজ্য সরকার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কিষাণগঞ্জ জেলার মাহিগাঁও পঞ্চায়েতের নুনিয়া গ্রামের কিছু লোক তাদের মেয়ের তিলক দিতে পূর্ণিয়া জেলার বাইসা ব্লকের চাঙ্কি তারাবাড়িতে গিয়েছিল। ফেরার সময় একটি সুরু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ে যায়। স্করপিওর পেছনে বসা দুই ব্যক্তি কোনোমতে কাচ ভেঙে বেরিয়ে পড়েন। গাড়ির ভেতরে থাকা নয়জন পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় রাজ্য সরকার সমস্ত মৃতদের স্বজনদের প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
মহকুমা শাসক কুমারী তৌসি জানান, দুর্ঘটনার শিকার সবাই বিয়ে করে খাপড়া তারাবাড়ি থেকে কিষাণগঞ্জ জেলার নুনিয়া গ্রামে ফিরছিলেন। এ সময় স্করপিওটি একটি পুকুরে পড়ে যায়। এখন পর্যন্ত নয়জনের মৃতদেহ পাওয়া গেছে। আর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় আহত অঙ্গদ যাদব জানান, শুক্রবার গভীর রাতে তারাবাড়ি গ্রামে তিলক অনুষ্ঠান থেকে সবাই ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে কাঞ্জিয়া গ্রামের মোড়ের কাছে গাড়িটি সরাসরি পুকুরে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি পুকুরে সম্পূর্ণ তলিয়ে যায়। তিনি বাইরে এসে মানুষের সাহায্যের জন্য চিৎকার করলেও গাড়িটি পুকুরে সম্পূর্ণ তলিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্করপিওর চালকেরও। আজ সকাল আটটার দিকে তার দেহ পাওয়া যায়।
মৃতদের নাম রাম কিষাণ যাদব (৭০), মানিক শর্মা (৬৫),গঙ্গা প্রসাদ যাদব (৬০)

সন্দীপ লাল যাদব (৫৫), গুলাব চাঁদ যাদব (৫৫), কালো যাদব (৩০), অমর চন্দ্র যাদব (২৫), তানভীর আলম (২৫), করণ কুমার যাদব (২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *