কামাখ্যা ও রানি কমলাপতির মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফ)-এর সমস্ত ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই খবর দিয়ে যে সমস্ত ট্রেনের স্টপেজ বৃদ্ধি করা হয়েছে তার একটি তালিকা দিয়েছেন গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান কুমেদপুর স্টেশনে ট্রেন নম্বর ১৩১৬৩/১৩১৬৪ (শিয়ালদহ-সহরসা জংশন), ট্রেন নম্বর ১৩১৬৯/১৩১৭০ (শিয়ালদহ-সহরসা জংশন) এবং ট্রেন নম্বর ১৩০৩৩/১৩০৩৪ (হাওড়া-কাটিহার)। ডালখোলা ও সামসি স্টেশনে ট্রেন নম্বর ১২৩৭৭/১২৩৭৮ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার)।
এভাবে, রামপুর বাজার ও একলাখি স্টেশনে ট্রেন নম্বর ১৩১৬১/১৩১৬২ (কলকাতা-বালুরঘাট), বানরহাট স্টেশনে ট্রেন নম্বর ১৩১৪৯/১৩১৫০ (আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ), সামসি স্টেশনে ট্রেন নম্বর ১৫৬৫৭/১৫৬৫৮ (কামাখ্যা-দিল্লি), নকশালবাড়ি স্টেশনে ট্রেন নম্বর ১৫৪৬৩/১৫৪৬৪ (বালুরঘাট-শিলিগুড়ি জংশন), আলুয়াবাড়ি রোড ও হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেন নম্বর ২২৬১১/২২৬১২ (চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি জং.), মাথাভাঙা ও জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন নম্বর ১৩২৮১/১৩২৮২ (ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল), নিউ ময়নাগুড়ি স্টেশনে ট্রেন নম্বর ১৩১৪৭/১৩১৪৮ (শিয়ালদহ-বামনহাট), মাথাভাঙা স্টেশনে ট্রেন নম্বর ১৫৯০৫/১৫৯০৬ (কন্যাকুমারী-ডিব্রুগড়), ফালাকাটা স্টেশনে ট্রেন নম্বর ১২৩৪৫/১২৩৪৬ (হাওড়া-গুয়াহাটি)।
তিনি জানান, যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে রানি কমলাপতি ও কামাখ্যার মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশাল ট্রেনটি চলতি বছরের ২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য চলাচল করবে। সে হিসেবে ট্রেন নম্বর ০১৬৬৩ রানি কমলাপতি-কামাখ্যা সাপ্তাহিক স্পেশাল ২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার রানি কমলাপতি থেকে পাঁচটি ট্রিপের জন্য চলাচল করবে। ট্রেনটি রানি কমলাপতি থেকে ১৫.৩০ ঘণ্টায় রওয়ানা দেবে এবং শনিবার ০৪.৩০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০১৬৬৪ কামাখ্যা-রানি কমলাপতি সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি ৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রত্যেক শনিবার পাঁচ ট্রিপের জন্য কামাখ্যা থেকে রওয়ানা দেবে। ট্রেনটি কামাখ্যা থেকে ০৭.৩৫ ঘণ্টায় যাত্রা করে রবিবার ১৬.৩৫ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে।
এই ট্রেনটির স্টপেজ এবং সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট উপলব্ধ থাকবে এবং এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে। যাত্রা করার সময় ট্রেনের ভেতরে ও স্টেশনের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক জারিকৃত কোভিড-১৯ সম্পর্কিত নির্দেশাবলি পালন করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।