BRAKING NEWS

Yas :আইনি পথে যশ

কলকাতা,১০ জুন (হি. স.): বিগত কয়েকদিন ধরেই চর্চায় অভিনেতা যশ দাশগুপ্ত । অভিনেত্রী প্রযোজক এনা সাহার ছবি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্র বিন্দুতে সে । এরই মাঝে শুক্রবার আইনি পদক্ষেপে নেওয়ার হুঁশিয়ারি দিলেন যশ ।

শুক্রবার ১০ জুন মুক্তি পাচ্ছে শিলাদিত্য মৌলিকের ”চিনে বাদাম” । ছবি মুক্তির আগেই শুক্রবার আইনি পদক্ষেপে নেওয়ার হুঁশিয়ারি যশের । শুক্রবার এক বিবৃতি জারি করে অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছেন, ”আমায় নিয়ে যে সব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল । আমরা এই বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করছি, খুব শীঘ্রই আইনি পদক্ষেপ করব । শীঘ্রই এবিষয়ে বিস্তারিত জানানো হবে ” ।
উল্লেখ্য,এনা সাহা ও যশের নতুন ছবি ” চিনে বাদাম ” থেকে যশ সরে যেতেই বিতর্কের সূত্রপাত । যদিও যশের ” চিনে বাদাম ” ত্যাগ প্রসঙ্গে কিছুই জানতেন না এনা এমনটাই দাবি অভিনেত্রীর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *