BRAKING NEWS

Nupur Sharma :নমাজের পর দিল্লির জামা মসজিদের সামনে অবস্থান বিক্ষোভ, নূপুর শর্মাকে গ্রেফতারির দাবি

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : বিতর্কিত মন্তব্যে সাসপেন্ডেড বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও তাঁর সহকর্মী নবীন জিন্দলের গ্রেফতারের দাবিতে নমাজের পর জামা মসজিদের সামনে অবস্থান বিক্ষোভ মুসলিমদের । শুক্রবারের নমাজের পর রাজধানী দিল্লির জামা মসজিদের সামনে বিশাল জমায়েত থেকে অভিযুক্ত বিজেপি নেতানেত্রীকে গ্রেফতারের দাবি ওঠে।

শুক্রবারের নমাজের শেষে দিল্লির জামা মসজিদের সামনে নূপুর শর্মা ও নবীন জিন্দলের গ্রেফতারির দাবি তোলে বিশাল জমায়েত। জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, তাঁদের তরফে কোনও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘আমরা জানি না এটা কারা শুরু করল। নমাজ শেষ হওয়ার পরই কয়েক জন স্লোগান দেওয়া শুরু করেন। তাঁদের ঘিরে আরও মানুষ জড়ো হন। পুলিশ কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা করে দেয়। এখন সবই ঠিক আছে।’’ শুধু দিল্লিই নয়, বাংলার পার্ক সার্কাস, উত্তরপ্রদেশের সহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ থেকেও বিক্ষোভের খবর শোনা গিয়েছে। নূপুর, নবীনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভের খবর এসেছে দেশের অন্য জায়গা থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *