ভুবনেশ্বর(ওড়িশা), ১০ জুন (হি. স.) : ওড়িশা হাই কোর্টের বিচারপতি পদে শপথ আজ নিলেন বিচারপতি শুভাশীষ তলাপাত্র। তিনি ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি ছিলেন। আজ ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি ডা: এস মুরলীধর তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
২০১৩ সালে ত্রিপুরা হাই কোর্ট প্রতিষ্ঠার সময় থেকে বিচারপতি শুভাশীষ তলাপাত্র ত্রিপুরায় উচ্চ আদালতের বিচার প্রক্রিয়া সামলেছেন। দীর্ঘ সময় ত্রিপুরা হাই কোর্টে কর্মরত থাকার পর সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর বদলির প্রস্তাব করেছে। সে মোতাবেক ওড়িশা হাইকোর্টে তাঁকে বদলি করা হয়েছে। তাঁকে নিয়ে বর্তমানে ওড়িশা হাইকোর্টে প্রধান বিচারপতি সহ মোট বিচারপতির সংখ্যা ২৩। আজ বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রও শপথ নিয়েছেন।এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রিপুরা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতা মোহন জমাতিয়া এবং বিচারপতি শুভাশীষ তলাপাত্রের ছেলে সায়ন্তন তলাপাত্র উপস্থিত ছিলেন। বিচারপতি তলাপাত্র ত্রিপুরা হাই কোর্টে থাকাকালীন বহু গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন।