ধর্মনগর, ১০ জুন : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রতিবেশীর আক্রমণে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত মহিলার নাম সঙ্গীতা তাতী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থা আশংকজনক হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের নাম রঞ্জিত তাঁতী।
ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রঞ্জিত তাতী তার প্রতিবেশী মহিলা সঙ্গীতা তাতীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাক-বিতণ্ডার জেরে শেষ পর্যন্ত রঞ্জিত তাতী উত্তেজিত হয়ে তার প্রতিবেশী সঙ্গীতাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে ওই মহিলা গুরুতরভাবে আহত হন।ঘটনার পরপরই পরিবারের লোকজনরা সঙ্গীতা তাতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে ধর্মনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।