ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। টানা জয়, রেকর্ড রান – সব মিলিয়ে বুলেট ক্লাব যেন অনেকটাই এগিয়ে। নামের সঙ্গে তাল মেলানো গতিতে তাদের যেন পাহাড়-প্রমাণ রান করার প্রবণতা। লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার আটের খেলায় বুলেট ক্লাব জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষে অবস্থান করার পাশাপাশি রান রেটের নিরিখে নিজেদের অবস্থান বেশ শক্ত করে নিয়েছে। সুপার আটের খেলায় ২৩৫ রানের বিশাল ব্যবধানে জয়ের সুবাদে বুলেট ক্লাব আজ মূল পর্বে নকআউটে খেলার ছাড়পত্রও ছিনিয়ে নিয়েছে। খেলা ছিল ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। বুলেট ক্লাব বনাম সালকা বাদলের মধ্যে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, শুরুতেই ওভার সংখ্যা ১০ কমিয়ে চল্লিশে দাঁড় করানো হয়। টস জিতে হালকা বাদল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিধ্বংসী বুলেটকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাট করার জন্য। সুযোগ পেয়ে বুলেট ক্লাবের তিনজনের চমকপ্রদ অর্ধশত রানের সুবাদে দলের স্কোর যথেষ্ট উঁচুতে তুলে। সীমিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বুলেট ক্লাব ৩৪০ রান সংগ্রহ করে। চলতি আসরে এটি রেকর্ড স্কোর। দলের পক্ষে ফারাজ আহমেদের ৬৫ রান, সুদর্শন দাসের ৬৪ রান, আমন সিংয়ের অপরাজিত ৫৩ রানের পাশাপাশি রাজদীপ দাসের ৪০ রান, ওপেনার কৃষান গুরুং-এর ৩০ রান উল্লেখযোগ্য। ফারাজ ৬৫ রান করেছে ৩৬ বলে চারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। সুদর্শন ৬৪ পেয়েছে ৪৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মেরে। রাজদীপ ৪০ রান পেয়েছে ২৭ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সহযোগে। সালকা বাদলের অমূল্য রূপিনী ও ঋত্বিক ত্রিপুরা দুজনেই তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সালকা বাদল মূলতঃ বুলেট ক্লাবের পাহাড় প্রমাণ স্কোরের চাপেই থমকে দাঁড়ায়। ২১.৩ ওভার খেলে ১০৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বড় স্কোর সৈনিক দেববর্মার ২৩ রান। বুলেট ক্লাবের বোলার কৃতি কিষান চাকমা একাই পাঁচটি উইকেট তুলে নেয় মাত্র ৮ রানের বিনিময়ে। রাজদীপ দাস ও চিরঞ্জিত দাস পেয়েছে দুটি করে উইকেট। মূলতঃ ফারাজ, সুদর্শনদের ব্যাটিং-এর পর কৃতি কিষাণের বোলিংয়ের দাপটে বুলেট ক্লাব দুর্দান্ত জয় ছিনিয়ে অপরাজেয়র ধারা অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে।
2022-06-10