নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : জাতীয় কোভিড টিকাকরণ অভিযানের অধীনে সারা দেশে এখনও পর্যন্ত ১৯৪.৭৬ কোটিরও বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শুক্রবার জানিয়েছে, এদিন সকাল ৭ টা পর্যন্ত ১৯৪ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৯৯২ টি টিকা দেওয়া হয়েছে।
মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণের ৭,৫৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৭ জন।
এটি সংক্রামিত মামলার 0.08 শতাংশ। দৈনিক সংক্রমণের হার 2.26 শতাংশে উঠেছে। মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৩ হাজার ৭৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭০ শতাংশ।