তেজপুর (অসম), ৯ জুন (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত চারিদুয়ার থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। মাদকদ্রব্য পাচারের অভিযোগে দুজনকে আটক করে আজ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিজয় ডেকা এবং সুরজ বহরা ছেত্ৰি বলে শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চারিদুয়ার থানা সূত্রে জানা গেছে, ঘটনা গতকাল বুধবার রাতের। গোপন সূত্ৰে পুলিশের কাছে খবর আসে, এএস ১২ ভি ৫০৮৮ নম্বরের একটি বলেনো গাড়িতে করে মাদকদ্রব্য পাচার হবে। সে অনুযায়ী পুরো প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট স্থানে ওত পেতে থাকে পুলিশ। খনামুখ এলাকায় গাড়িটি আসলে তাকে গতিরোধ করতে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি দ্রতগতিত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এর গাড়িটির পিছু ধাওয়া করে তেজপুরের চান্দমারি এলাকায় তার গতিরোধ করে পুলিশ। পুলিশ বলেনো গাড়িতে তালাশি চালিয়ে ব্রাউন সুগার ভরতি ১০টি কনটেনার উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাড়ির দুই আরোহী বিজয় ডেকা এবং সুরজ বহরা ছেত্ৰিকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷
থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় আজ গ্রেফতার করা হয়েছে৷