হামিরপুর(উত্তরপ্রদেশ), ৯ জুন(হি.স) : বুধবার গভীর রাতে কানপুর-সাগর জাতীয় সড়কে মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
ঘটনাটি বুধবার গভীর রাতে ঘটেছে কানপুর-সাগর জাতীয় সড়কে হামিরপুর এলাকায়। মৃতদের নাম বিজয় (২২), রামবাবু (২৮) এবং সন্দীপ (২১)। জানা গিয়েছে, তিনজন একটি মোটরসাইকেলে শহর থেকে তাদের গ্রামে ফিরছিলেন। সেসময় একটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অজ্ঞাত গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।