আইআইএম-র বার্ষিক সমাবর্তনে যোগ দিতে জম্মু পৌঁছেছেন রাষ্ট্রপতি কোবিন্দ

জম্মু, ৯ জুন(হি.স) : বৃহস্পতিবার এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ৫তম বার্ষিক সমাবর্তনে ভাষণ দিতে জম্মু এলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রপতি কোবিন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এবং সমাবর্তন ভাষণ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সম্মানিত অতিথি হিসেবে থাকবেন। মোট ২১৪ জন শিক্ষার্থীকে এমবিএ ডিগ্রি প্রদান করা হবে, যার মধ্যে ৭৭ জন মহিলা শিক্ষার্থী রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জম্মু শহরেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি, আইআইএম জম্মুর সিভিল সেক্রেটারিয়েটে জম্মু ও কাশ্মীর দক্ষতা উন্নয়ন বিভাগের (এসডিডি) সঙ্গ একটি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষর করেছে। মৌ-তে আইআইএম জম্মুর ডিরেক্টর প্রফেসর বিএস সহায় এবং জম্মু ও কাশ্মীর সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ডঃ আসগর হাসান সামুন স্বাক্ষর করেছেন।
এরপর আগামীকাল রাষ্ট্রপতি ধর্মশালায় হিমাচল প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ বার্ষিক সমাবর্তনে ভাষণ দেবেন।