নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : রীতিমতো উদ্বেগের পরিস্থিতি বাড়িয়ে দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দীর্ঘদিন দেশের করোনা পরিসংখ্যান নিয়ন্ত্রণে থাকার পর গত কয়েকদিনে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার দেশের দৈনিক আক্রান্ত ৫ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। বৃহস্পতিবার পেরিয়ে গেল সাত হাজার।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪০ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩২ হাজার ৪৯৮ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি। দেশে অ্যাকটিভ কেসের হার হঠাত বেড়ে ০.০৮ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৩ হাজার ৫৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭১ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৫৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।