আগরতলা, ৯ জুন : রাজ্যে উপনির্বাচনে আর হাতে গুনা কয়েকদিন বাকি। ফলে প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি প্রচার অভিযান।
বৃহস্পতিবার ৮নং টাউন বড়দোয়ালি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ সাহা বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন। এদিন রাজধানির সূর্য চৌমুহনী এলাকায় তিনি প্রচারে বের হয়েছিলেন। জনগনের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসের হয়ে লড়াই করায় মানুষ প্রশংসা করছেন বলে জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, মানুষ উপনির্বাচনের কারণ ও প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। সাধারন মানুষের কল্যাণে শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা দল ত্যাগ করে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাতে মানুষ খুশি হয়েছেন। আশীষ সাহা আরো বলেন, আমরা প্রতিবাদের নির্বাচনের মুখোমুখি হতে চলেছি। তাঁর দাবি, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোট উপনির্বাচনে বাড়বে।

