আগরতলা, ৮ জুন৷৷ যুবকদের কর্মসংস্থানের দাবিতে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস এক বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে বুধবার৷ এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়েছিল৷
মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ জানিয়েছেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার চাকরি প্রদান এবং ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে৷ কিন্তু চার বছরে সরকারের প্রতিশ্রুতি পালন হয়নি৷ তাই বিক্ষোভ মিছিল সংঘটিত করে রাজ্যের সরকারি দপ্তর গুলিতে শূন্য পদ পূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ এদিনের মিছিলে উপস্থিত ছিলেন , প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷