নয়াদিল্লি, ৮ জুন(হি.স) : সোমবার গভীর রাতে দিল্লির উত্তর পশ্চিম জেলার মহেন্দ্র পার্ক থানা এলাকার জাহাঙ্গীরপুরিতে ফের পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। জে ব্লকে অনেক গাড়িতে পাথর ছোঁড়ায় ভাঙচুর হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তদন্তের পাশাপাশি স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
মঙ্গলবার ডিসিপি ঊষা রঙ্গরানি বলেন, গত রাত ১১টার নাগাদ খবর পাওয়া যায়, এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই দুস্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে জানা যায়, জহির এক বন্ধুর সঙ্গে জাহাঙ্গীরপুরী এলাকার আই ব্লকে সমীর ও শোয়েবকে খুঁজছিল। আসলে দু-তিন দিন আগে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। তারা দুজনেই এলাকায় ঘোরাফেরা করার সময় তোলপাড় সৃষ্টি করে, তারা মদ পান করে এবং দীর্ঘক্ষণ এলাকায় কাউকে না পেয়ে দুস্কৃতীরা পাথর ছুঁড়তে থাকে। এতে তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়।
পুরো ঘটনায় কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার কথা অস্বীকার করছে পুলিশ। পুলিশ বলছে, এই পাথর ছোড়ার ঘটনায় পুলিশ বিশাল ও বীরু নামে দুজনকে গ্রেফতার করেছে।