সুরেন্দ্রনগর, ৮ জুন (হি.স.): প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় সাফল্য পেল সেনাবাহিনী, পুলিশ, দমকল ও অন্যান্য উদ্ধারকারী দল। গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কুয়োয় পড়ে যাওয়া শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সুরেন্দ্রনগর জেলার দুদাপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার রাত আটটা নাগাদ দুদাপুর গ্রামের জমিতে খেলা করার সময় কুয়োর ভিতরে পড়ে যায় দুই বছর বয়সী শিবম।
২০-২৫ ফুট গভীর কুয়োর ভিতরে আটকে পড়ে শিবম। ধ্রাংধরা প্রশাসনের আধিকারিক এম পি প্যাটেল জানিয়েছেন, জেলা প্রশাসনের আধিকারিকরা এ বিষয়ে জানতে পেরে শীঘ্রই, আহমেদাবাদের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেলের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে সতর্ক করেছিল। সেনাবাহিনী ও পুলিশের সাহায্যও চাওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ, দমকল ও অন্যান্য উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় রাত ১০.৪৫ মিনিট নাগাদ শুরু হয় উদ্ধারকাজ। মাত্র ৪০ মিনিটের মধ্যেই শিবম কুয়োর ভিতর থেকে উদ্ধার করা হয়। স্থিতিশীল অবস্থায় শিবমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

