নয়াদিল্লি, ৮ জুন (হি.স) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে দেশকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলার অভিযোগ তুলল কংগ্রেস। বুধবার কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেন, বিজেপির একজন মুখপাত্র নবী মহম্মদকে নিয়ে যে মন্তব্য করেছেন, যার পরিণতি সমগ্র দেশ ভোগ করছে। খেদা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত এই বিষয়ে নীরবতা ভাঙা। কংগ্রেস সবসময় শাসক দলকে সতর্ক করে আসছে, কিন্তু কেন্দ্রের মোদী সরকার বিরোধীদের কথা শুনতে প্রস্তুত নয়।
বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে অপসারণের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খেরা বলেন, বিদেশে ভারতের বিরুদ্ধে এই মন্তব্যের বিরোধিতার ঝড় উঠেছে। তিনি বলেন, বিজেপির ধর্মান্ধ চিন্তার কারণে সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিজেপি নেতাদের বোঝা উচিত ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই পরিচয় যাতে হুমকির মুখে না পড়ে সেজন্য সর্বদা সজাগ থাকতে হবে। সময়ে সময়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করার কাজও করেছে বিরোধীরা। কিন্তু বিজেপি সত্য শুনতে রাজি নয়। এর ফলে বিজেপির কারণে শাস্তি পাচ্ছে ভারত।