জম্পুই জলা, ৭ জুন : গাড়ির ধাক্কায় কৃষকের মৃত্যুর ঘটনায় তিপরা মথার ছেলে সহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাধা-বিপত্তি কাটিয়ে পুলিশ আজ দুইজনকে আদালতে সোপর্দ করেছে। আদালত দুইজনকেই জেল হেফাজতে পাঠিয়েছে।
জম্পুইজলা প্রমোদনগর বাজারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল কৃষক যাদব মনি দেববর্মার। ঘটনায় ঘাতক গাড়িটির চালক ছিলেন তিপ্রা মথার নেতার ছেলে। পুলিশ তিপ্রা মথার নেতার ছেলে সহ আরো ১ জনকে গ্রেপ্তার করেছে। তবে গতকাল রাতে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে।তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের কাজে বাধা দিয়েছেন। যদিও বাধা-বিপত্তি কড়া হাতে মোকাবিলা করেছে পুলিশ। গতকাল রাতেই পুলিশ তাদের মেডিকেল করিয়ে আটক করে রাখে। ধৃতদের নাম হুকু দেববর্মা এবং বিধুভূষণ দেববর্মা। মঙ্গলবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে। আদালত দুইজনকে জেল হেফাজতে পাঠিয়েছে।