নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না রাজধানী দিল্লি। আগামী ৯ জুন অবধি তাপপ্রবাহ বজায় থাকবে রাজধানী দিল্লিতে, এই সময়ে ৪৪-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে সর্বোচ্চ তাপমাত্রা। দিল্লি গরমের দহনজ্বালায় জ্বললেও, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। এদিকে, তামিলনাড়ুর কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা।
মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর আবহাওয়া বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, দিল্লিতে তাপমাত্রা থাকবে ৪৪-৪৬ ডিগ্রি সেলসিয়াস।তাপপ্রবাহ ৮-৯ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু অংশে ১১ জুন আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ জুন থেকে তাপপ্রবাহ কমবে। তিনি আরও জানিয়েছেন, যতদূর বর্ষার বিষয়, তামিলনাড়ুর আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

