পুনে, ৫ জুন(হি.স) : মহারাষ্ট্রের সাংলি জেলার পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে এক পরিবারের তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। মৃতদের নাম অরিঞ্জয় শিরোতে (৩৫), এবং তাঁর আত্মীয় স্মিতা শিরোতে (৩৮), পূর্বা শিরোতে (১৪), সুনেশা শিরোতে (১০) এবং বীরু শিরোতে (৪)।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধায়। সাঙ্গলির কাসেগাঁও এলাকার ইয়েওয়ালেওয়াড়ি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি পুনে থেকে পার্শ্ববর্তী কোলহাপুরের জয়সিংপুরের দিকে যাচ্ছিল। কাসেগাঁও পুলিশের মতে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল কারণ দুর্ঘটনার পরে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

