হাপুর, ৫ জুন(হি.স) : উত্তরপ্রদেশের হাপুর জেলার ধৌলানার একটি ইলেকট্রনিক পণ্য তৈরির কারখানায় শনিবার একটি বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১২। আশঙ্কাজনক আরও ২০ জন। কমবেশি চোট আঘাত রয়েছে আরও ২০০ জনের। কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হল দমকল কর্মীদের। আগুনের তাতে অসুস্থ হয়ে পড়েন তাদের একাধিক কর্মীও।
রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে ধৌলানার বৈদ্যুতিন যন্ত্রপাতি তৈরির কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই কারখানার একাধিক বিল্ডিংয়ের ছাদ এবং দেওয়ালে ফাটল ধরে। ভেঙে পড়ে জানলা-দরজাও। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় নিকটবর্তী এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার একাংশ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলে একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তাপ এতটাই বেশি ছিল বহু দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার তদন্তে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে। তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিকে হাপুরের বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । টুইটারে তিনি লেখেন, “হাপুরের কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। রাজ্য সরকার সক্রিয়ভাবে উদ্ধারকার্য পরিচালনা করছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করছে সরকার।”