Rain : রবিবার বৃষ্টির সম্ভাবনা

কলকাতা,৫ জুন (হি. স.): গত কয়েকদিন ধরেই গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও গরম কাটছে না। তবে, এবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরপাতের সম্ভাবনা রবিবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে ।

রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে, এখনই গরম থেকে নিষ্কৃতি মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বর্ষার প্রবেশে উত্তরবঙ্গের জেলাগুলোয় ভারি বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহের শুরুতেই পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে । দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা । অপরদিকে রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক আদ্রতার পরিমাণ থাকছে ৮০ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ।