ভুবনেশ্বর, ৫ জুন(হি.স) : আজ রবিবার ওডিশার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। জানা গিয়েছে, এদিন দুপুর ১১.৪৫ মিনিট নাগাদ রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। প্রসঙ্গত, ওডিশা মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে শনিবার একসঙ্গে ইস্তফা দিয়েছেন রাজ্যের সমস্ত মন্ত্রী। সূত্রের খবর, শনিবার নবীন পটনায়েক মন্ত্রিসভার ২০ জন মন্ত্রী বিধানসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দলকে আরও মজবুত করার লক্ষ্যেই এই রদবদল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৯ মে পঞ্চম মেয়াদের সরকারের তিন বছর পূর্ণ করেছে বিজু জনতা দল সরকার।