রায়পুর, ৪ জুন(হি.স) : শনিবার ছত্তিশগড় সফরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, জনগণ ছত্তিশগড় সরকারের কাজে অসন্তুষ্ট। তিনি বিজেপি কর্মী ও পদাধিকারীদের সঙ্গে আলোচনা করে জয়ের মূলমন্ত্র দেন।
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এদিন সকালে বিমানে এখানে আসেন। রিজিজু ভিআইপি রোডের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সহ-সভাপতি ড. রমন সিংয়ের সঙ্গে দেখা করেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, রায়পুরে এসে খুব খুশি, কারণ এটা এত সুন্দর জায়গা। এখানকার মানুষগুলো খুব ভালো। রাজ্য সরকারের কাজকর্মের কড়া সমালোচনা করেন তিনি। এদিন বিজেপি নেতা-কর্মীদের সঙ্গেও দেখাও করেন কেন্দ্রীয় মন্ত্রী।