লখনউ, ৩ জুন (হি.স.): লখনউ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তর প্রদেশে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন সকালে লখনউ পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। বেলা এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী লখনউ-এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পৌঁছবেন। সেখানে তিনি উত্তরপ্রদেশে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮০,০০০ কোটি টাকা ব্যয়ে ১৪০৬টি প্রকল্পের শিলান্যাস করবেন। প্রকল্পগুলি কৃষি, তথ্যপ্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, এমএসএমই, উৎপাদন, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ওষুধ, পর্যটন, প্রতিরক্ষা, বিমান পরিবহণ, তাঁত এবং বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত।ব্যবসা ক্ষেত্রে দেশের শীর্ষ স্থানীয় নেতারা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার থেকে ৬ জুন উত্তর প্রদেশ সফর করবেন। সফরকালে শুক্রবার রাষ্ট্রপতি তাঁর নিজের গ্রাম কানপুর দেহাতের পারাউখে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ৪ জুন কানপুরে মার্চেন্ট চেম্বার অফ উত্তর প্রদেশের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ওই দিন তিনি গোরখপুরের গীতাপ্রেসের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ৫ জুন মাঘরে সন্ত কবির দাসকে শ্রদ্ধা জানাবেন এবং সন্তকবির অ্যাকাডেমি এন্ড রিসার্চ সেন্টার ও স্বদেশ দর্শন যোজনার উদ্বোধন করবেন। সফরের শেষ দিন অর্থাৎ ৬ জুন তিনি উত্তর প্রদেশ বিধান মন্ডলে উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।