BRAKING NEWS

BJP Booth President : বনকুমারীতে গৃহবধূর সাথে ফস্টিনস্টি করতে গিয়ে আটক বিজেপি বুথ সভাপতি

আগরতলা, ৩ জুন৷৷ গৃহবধূর সঙ্গে গভীর রাতে ফস্টি-নস্টি করতে গিয়ে আটক হলো বিজেপির বুথ সভাপতি৷ তার নাম কাজল দাস৷ তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বনকুমারি অজিত পল্লী এলাকায় ৪০ নং ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি কাজল দাস এক মহিলার ঘরে প্রবেশ করে৷ অভিযোগ দীর্ঘদিন ধরেই কাজল দাস নামে ওই ব্যক্তি এক মহিলার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ এমনকি ওই মহিলার ঘরে ঢুকে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে৷ স্থানীয় লোকজন তারা দীর্ঘদিন ধরেই বিষয়টি প্রত্যক্ষ করে আসছিলেন৷ তাকে হাতেনাতে ধরার জন্য স্থানীয় লোকজন উৎ পেতে বসেছিছেন৷

বৃহস্পতিবার গভীর রাতে কাজল দাস নামে ওই ব্যক্তি যখন মহিলার ঘরে প্রবেশ করে তখন তাকে আটক করা হয় বলে স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়৷ অভিযোগ, মহিলার সঙ্গে অশালীন অবস্থায় তাকে আটক করা হয়েছে৷ আটক করে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ছুটে আসেন৷ এমনকি শাসক দলের নেতারাও ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান৷ অনেকেই গণপ্রহার এর হাত থেকে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন৷ কিন্তু উত্তেজনা চরম আকার ধারণ করায় গণপ্রহার এর হাত থেকে তাকে রক্ষা করা সম্ভব হয়নি৷

ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের সঙ্গে ও শাসক দলের একাংশ লোকজন চুপি চুপি কথা বলে তাঁকে রেহাই দেবার চেষ্টা করেন বলে অভিযোগ৷ স্থানীয় উত্তেজিত জনগণের অভিযোগ শাসকদলের ওই নেতা সামাজিক নিয়মকানুন অগ্রাহ্য করে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে৷ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে স্থানীয়রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার লোকজন৷

উল্লেখ্য সাম্প্রতিককলে বিভিন্ন জায়গায় যেভাবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ অনেক ক্ষেত্রেই পুলিশকে অসহায়ত্ব বোধ করতে দেখা যায়৷ এ ধরনের প্রবণতা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *