ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। খেলো ইন্ডিয়া জাতীয় গেমসের লক্ষ্যে ত্রিপুরার প্রথম দফার দলটি আজ হরিয়ানার পঞ্চকুলাতে গিয়ে পৌঁছেছে। আগামী ৪ থেকে ১৩ জুন পঞ্চকুলাতে খেলো ইন্ডিয়া গেমস ২৫টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা আসরে মোট ৯টি ইভেন্টে অংশ নেবে। রাজ্যের দ্বিতীয় দলটি আগামী ৬ জুন পঞ্চকুলাতে যাবে। আজ রাজ্যের প্রথম দলটি দিল্লীতে পৌঁছলে ত্রিপুরা ভবনের রেসিডেন্স কমিশনার সোনাল গোয়েল খেলোয়াড় ও অফিসিয়্যালদের শুভেচ্ছা জানান এবং সকলকে ফুল ও মিস্টি উপহার হিসেবে দেন। সেই সাথে তিনি রাজ্যদলের সাফল্য কামনা করে আসরে রাজ্যের খেলোয়াড়েরা ভাল ফল করবে বলে আশা ব্যাক্ত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই। তবে তা দু-একটা ইভেন্টে। হরিয়ানার তাও দেবি লাল কমপ্লেক্স সহ সব কটি স্টেডিয়াম-ই এখন প্রস্তুত। ইউনিভার্সিটি গ্রাউন্ড, জিমখানা, ক্লাব, হল-এর মত বেশ কয়েকটি ভেন্যুতে শেষ তুলির টানও হয়ে গেছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ জুন, শনিবার। ত্রিপুরার খেলোয়াড়রাও মার্চপাস্টে অংশ নেবে। প্রতিযোগিতা চলবে ১৩ জুন পর্যন্ত। ১৩ জুনে রাখা হয়েছে বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা এবং সমাপ্তি অনুষ্ঠান। অ্যাথলেটিক্স, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে টেবিল টেনিস, কাবাডি, হ্যান্ডবল, রেসলিং, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, খো খো, গটকা, থাং-তা, কালারি পায়াট্টু, যোগাসন, মাল খাম্বা, ওয়েটলিফটিং, টেনিস, জুডো, আর্চারি, হকি, জিমন্যাস্টিকস, সুইমিং, সাইক্লিং এবং শুটিং – এই ২৫টি ইভেন্টের প্রতিযোগিতার আসর ঘিরে জমজমাট হয়ে উঠবে হরিয়ানা, দিল্লির বেশ কয়েকটি স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম এবং জিমনাসিয়াম। সবকটি রাজ্যের যুবা-রা এই আসরে অংশ নিতে যথারীতি চলে এসেছে হরিয়ানায়। বলাবাহুল্য, এবারকার খেলো ইন্ডিয়া যুব গেমসে দেশীয় পাঁচটি নতুন ক্রীড়ার অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য বিষয়। এই ইভেন্টগুলি হলো গাটকা, থাং-টা, যোগাসন কালারিপায়াত্তু এবং মালখাম্বা। এর মধ্যে গাটকা, কালারিপায়াত্তু এবং থাং-টা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। অন্যদিকে মালখাম্বা এবং যোগাসন ফিটনেস সম্পর্কিত খেলা। স্বাভাবিক কারণেই এবারের আসর অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে।
2022-06-02