সিসোদিয়াও হতে পারেন গ্রেফতার; আশঙ্কা কেজরিওয়ালের, বিঁধলেন কেন্দ্রকে

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পর এবার গ্রেফতার হতে পারেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। বৃহস্পতিবার এমনই আশঙ্কার যথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করে বলেছেন, সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়ো মামলা করার জন্য সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এদিন ডিজিটাল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, “আমি কয়েক মাস আগেই বলেছিলাম কেন্দ্রীয় সরকার একটি ভুয়ো মামলায় সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করতে চলেছে। নির্ভরযোগ্য সূত্র মারফত আমি জানতে পেরেছি, মণীশ সিসোদিয়াও শীঘ্রই গ্রেফতার হতে চলেছেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো মামলা করার জন্য সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।”

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “কেউ বলছেন আসন্ন হিমাচল প্রদেশ নির্বাচনের জন্য এমনটা হচ্ছে, কেউ বলছেন এটা পাঞ্জাব নির্বাচনের প্রতিশোধ। কারণ যাই হোক, আমরা গ্রেফতার হতে ভয় পাই না। ৫ বছর আগে আপ নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছিল, কিন্তু কিছুই উদ্ধার হয়নি।” কেজরিওয়াল আরও বলেছেন, “প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি আপ-এর সমস্ত মন্ত্রী ও বিধায়কদের জেলে পাঠান এবং সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে একযোগে সমস্ত তদন্ত করতে বলুন। যত খুশি অভিযান চালান। একবারে একজন মন্ত্রী গ্রেফতার হওয়ার ফলে জনসাধারণের কাজে বাধা সৃষ্টি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *