‌Udaipur Semi Final : উদয়পুরে সিনিয়র ক্রিকেট, প্রথম সেমিফাইনাল শনিবার

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২ মে।। উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট এখন অন্তিম পর্যায়ে। সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত।
দুই শক্তিশালী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। খেলবে রাজারবাগ প্লে সেন্টার এবং রিক্রিয়েশন সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটের প্রথম সেমিফাইনালে। ৪ জুন হবে ম্যাচটি। জামজুরি স্কুল মাঠে। ৬ জুন দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সঙ্ঘ খেলবে কিল্লা বরক প্লে সেন্টারের বিরুদ্ধে। জাজুরি মাঠেই হবে ম্যাচটি। দুটি সেমিফাইনাল ম্যাচেই একদিন করে রিজার্ভ রাখা হয়েছে। বৃষ্টির জন্য কোনও কারনে ম্যাচ না হলে পরের দিন হবে ম্যাচ। দুটি সেমিফাইনালের দিনক্ষণ ঠিক হলেও ফাইনালের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। দুটি সেমিফাইনাল ম্যাচের পরই ফাইনাল ম্যাচের দিনক্ষণ ঠিক করা হবে। প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেট কমিটির আহ্বায়ক শুখ রঞ্জন দাস দুটি সেমিফাইনাল ম্যাচের দিনক্ষণ ঘোষনা করেন। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সঙ্ঘকে কিছুটা এগিয়ে রাখলেই প্রথম সেমিফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। ত্রিপুরার হয়ে জাতীয় আসরে খেলা বেশ কযেকজন ক্রিকেটার রয়েছে দুই দলে। ফলে ম্যাচের দিন ২২ গজে যে দল দাপট দেখাতে পারবে সেই দলই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *