আগরতলা, ২ জুন(হি. স.): বুথ শক্তিশালী হলেই নির্বাচনে জয় সহজে সম্ভব হবে। বিজেপি সর্ব ভারতীয় সভাপতির মন্ত্রেই রাজ্যে উপনির্বাচনে রণকৌশল স্থির হয়েছে। আজ দলের নির্বাচন প্রভারী কৈলাশ বিজয়বর্গীয় রাজ্যে এসেই দফাওয়ারী বৈঠক সেরেছেন। তাতে, বুথ শক্তিশালী করার পাঠ পরিয়েছেন। সে মোতাবেক সমস্ত বুথকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। বৈঠকে বিস্তারিত আলোচনার পর স্থির হয়েছে আগামীকাল উপনির্বাচনে চারটি আসনে প্রার্থী ঘোষণা দেবে বিজেপি।
সূত্রের খবর, প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব সমস্ত নতুনভাবে ঢেলে সাজানোর পক্ষেই সওয়াল করেছেন। তবে, দলের শীর্ষ স্তর থেকে নিচু স্তরের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে।
দলীয় সূত্রের খবর, সমস্ত বুথকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। সহজে জয় নিশ্চিত বুথ এ শ্রেণীতে, কিছুটা কঠিন লড়াইয়ের বুথগুলিকে বি শ্রেণীতে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন বুথগুলিকে সি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাথে টাস্ক ফোর্স গঠন করে বুথ কমিটিকে সহায়তার বিষয়টি স্থির হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আজ স্পষ্ট করে দিয়েছেন, দলের নির্দেশ জারির কাঠামো কঠোরভাবে সক্রিয় করতে হবে। নির্বাচনী ব্যবস্থাপনায় প্রদেশ সভাপতি থেকে পৃষ্ঠাপ্রমুখ পর্যন্ত সর্বত্র এক সুত্রে বাঁধতে হবে। সূত্রের খবর, দলের সমস্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় লাগাতর বৈঠকের নির্বাচনী রণকৌশল বাস্তবায়ন করতে হবে। দলের সৈনিকদের সামনের সারিতে এনে লড়াইয়ের ময়দানে ঝাপাতে হবে।