কলকাতা, ২ জুন (হি.স.): কলকাতায় অনুষ্ঠানে করতে এসে অকালেই প্রয়াত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ)। তিনি দাবি করেছে, “কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। অপরাধবোধ থেকেই গান স্যালুট দিয়েছে সরকার।”বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “একটা লোককে হত্যা করা হল। অমিত শাহ বলেছিলেন, বাংলায় গেলে মারা যেতে পারেন। বাংলায় এসে লোকটা বেঘোরে মারা গেলেন। এটা কলেজের অনুষ্ঠান নয়, তৃণমূল পার্টির অনুষ্ঠান। ওরা লোক জড়ো করেছে। নেতারা আয়োজন করেছেন। ওকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা।”
প্রসঙ্গত, কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন গায়ক কেকে। অনুষ্ঠান শেষে কলকাতার একটি হোটেলে যাওয়ার পরেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি, মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ৫৩ বছরের গায়ককে।

